Alexa

কোস্টারিকার বিপক্ষে মূল একাদশে নেইমার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল একাদশ

ইনজুরিতে পড়ে দ্বিতীয় ম্যাচে একাদশে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো নেইমারের। তবে ম্যাচের আগে ঘোষিত মূল একাদশেই রয়েছেন পোস্টার বয়। 

নেইমার থাকলেও ইনজুরির কারণে বাদ পড়েছেন দানিলো। তার পবিরর্তে দলে এসেছেন ফগনার। এই এক পরিবর্তন ছাড়া ‘বাঁচা-মরার’ লড়াইয়ে কোস্টারিকার বিপক্ষে সুইজারল্যান্ডের একাদশই খেলছে তিতে বাহিনী।

এক পরিবর্তন নিয়ে ব্রাজিলের মতো দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে কোস্টারিকাও। সামনে এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই তাদেরও।

ব্রাজিল একাদশ: এলিসন, ফগনার, সিলভা, মিরান্ডা, মার্সেলো, পওলিহনো, কাসিমেরো, কৌতিনহো, উইলিয়ান, জেসুস ও নেইমার।

কোস্টারিকা একাদশ: নাভাস, গাম্বোয়া, অ্যাকোস্তা, গঞ্জালেজ, দুয়ার্তে, ওভিদো, রুইজ, রবগেজ, গুজমেন, ভেনিগাস ও উরিনা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ২২, ২০১৮
জেডএস

অনাস্থা ভোটে মোদীর জয়
স্ত্রীর চিকিৎসা করাতে এসে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের নিহত
মাদক নির্মূলে রাজধানীতে সাইকেল শোভাযাত্রা
রাজশাহী নগর জামায়াতের আমিরসহ গ্রেফতার ২