Alexa

মুম্বাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপযাপিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বক্তব্য রাখছেন উপ-হাইকমিশনার মো. লুৎফর রহমান।

ঢাকা: ভারতের মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে 'ঐতিহাসিক মুজিবনগর দিবস উপযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা ও বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র 'মুজিবনগর সরকার’ প্রদর্শন করা হয়।বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র 'মুজিবনগর সরকার' দেখানো হচ্ছে। আলোচনা সভায় উপ-হাইকমিশনার মো. লুৎফর রহমান ‌'বাংলাদেশের ইতিহাসে মুজিবনগর দিবসের’ গুরুত্ব তুলে ধরেন এবং উল্লেখ করেন, এই সরকারের শপথগ্রহণের মাধ্যমেই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বে তার অভিযাত্রা শুরু করে এবং এই সরকারের অসাধারণ দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা, সুযোগ্য নেতৃত্ব ও সার্বিক দিক নির্দেশনার মাধ্যমেই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয় অর্জন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়িত করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এএটি

ডিমলায় জামায়াতের শীর্ষ ৪ নেতা আটক
সাচ্ছন্দেই নৌপথে ঘরে ফিরছেন মানুষ
বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ
মন সুস্থ রাখে খেলাধুলা, বুদ্ধি বাড়ায় দাবা
লুটেরাদের কাউকে ছাড়া হবে না: ইমরান খান