Alexa

স্বপ্ন আমার ওড়ে

আলেক্স আলীম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন বছর এসে গেলো বাজে খুশির ঢাক।

নতুন বছর এসে গেলো
বাজে খুশির ঢাক।

যায় কি আসে তোমার আমার 
শিয়াল দিলে হাঁক!
নতুন বছর ভাল কাটুক
এতটুকুই চাওয়া
সুন্দরকে বরণ করি
অশুভকে ধাওয়া।
ভালো থেকো বন্ধুরাসব
যেও নাকো দূরে
বিয়োগ ব্যথা তবু কেন
স্বপ্ন আমার ওড়ে!
 

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮

ছাগলনাইয়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬
যশোরে ভিজিএফ’র চাল পাচার রুখে দিলো জনতা
ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিলেটের চামড়া ব্যবসায়ীরা!
কেরালার বন্যায় রেড অ্যালার্ট প্রত্যাহার, নিহত ২৪৫
পরোক্ষ ধূমপানে বাড়ে শিশুদের ফুসফুসজনিত রোগের ঝুঁকি