Alexa

যশোরে লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উদ্ধার হওয়া মেছো বাঘ/ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের চৌগাছার লোকালয় থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। বাঘটিকে এখন চৌগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের চাঁন্দাআফরা গ্রাম থেকে গ্রামবাসী বাঘটিকে উদ্ধার করেন। 

চৌগাছা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক মেছো বাঘটিকে দেখে ভয় পান। পরে গ্রামের লোকজন একত্রিত বাঘটি ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বাংলানিউজকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
ইউজি/এএ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা