Alexa

যশোরে লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উদ্ধার হওয়া মেছো বাঘ/ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের চৌগাছার লোকালয় থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। বাঘটিকে এখন চৌগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের চাঁন্দাআফরা গ্রাম থেকে গ্রামবাসী বাঘটিকে উদ্ধার করেন। 

চৌগাছা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক মেছো বাঘটিকে দেখে ভয় পান। পরে গ্রামের লোকজন একত্রিত বাঘটি ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বাংলানিউজকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
ইউজি/এএ

দুর্ভোগ না কমা পর্যন্ত ত্রাণ দেওয়া অব্যাহত থাকবে
শিয়াল মারার ফাঁদে পা আটকে বৃদ্ধার মৃত্যু 
কোটালীপাড়ায় খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
টেকনাফে চাঁদের গাড়ি-সিএনজি সংঘর্ষে চালক নিহত
এবার মানুষের ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন: ইনু