Alexa

সিলেটে শিয়ালের ফাঁদে মেছো বাঘ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেছো বাঘ আটক

সিলেট: সিলেটের সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের একটি ছাগলের খামারে পাতানো শিয়াল ধরার ফাঁদে আটকা পড়লো মেছো বাঘ।

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে সৈয়দপুর গ্রামের কালা মিয়ার ছাগলের খামার এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার (২৮ এপ্রিল) সকালে মেছো বাঘটি দেখতে ওই খামারে ভিড় জমায় এলাকার লোকজন।

স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামসহ বিভিন্ন বাড়িতে গত কয়েকদিন ধরে ছাগল, হাসঁ, মুরগি খোয়া যেতো। গ্রামের লোকজনের মধ্যে এনিয়ে আতঙ্ক বিরাজ করছিলো। এলাকাবাসীর ধারণা ছিলো শিয়াল ছাগল, হাসঁ, মুরগিগুলোকে খেয়ে ফেলতো। পরে শুক্রবার রাতে ওই খামারে শিয়াল ধরতে ফাঁদ পাতলে এতে শিয়ালের বদলে মেছো বাঘ আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করে মোগলগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বর) আজিজ মিয়া বাংলানিউজকে বলেন, গ্রামের কালা মিয়ার বাড়িতে ছাগল খেতে আসলে পাতানো ফাঁদে মেছো বাঘটি আটক হয়। 

এ বিষেয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দুপুরের দিকে ওই বাড়ি থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়। পরে মেছো বাঘটিকে সিলেট খাদিমনগর উদ্যানে উন্মোক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এনইউ/জিপি

মিনার গোলে ১-০তে এগিয়ে কলম্বিয়া
সিসিক নির্বাচন: আনুষ্ঠানিক প্রচারণায় কামরান, নীরব আরিফ
সুধীন্দ্রনাথ দত্তের প্রয়াণ
পছন্দের পাত্রী পাবেন তুলা
পোল্যান্ড-কলম্বিয়া ম্যাচের একাদশ