Alexa

মহেশখালীর লোকালয় থেকে অজগর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উদ্ধার হওয়া অজগর

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী দ্বীপের লোকালয় থেকে বিশালাকার একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

শনিবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় সাপটি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মৃত আলী রাজার ছেলে মোস্তাকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

বাড়ির গৃহকর্তা মোস্তাক বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে সাপটি পাহাড় থেকে লোকালয়ে প্রবেশ করে। এরপর ক্ষুধা মেটাতে বিভিন্ন বাড়ি থেকে হাস-মুরগি খাচ্ছিল। শনিবার দুপুরে আমার বাড়িতে ঢুকলে জনগণের সহায়তায় বন্দি করি। পরে বনবিভাগের লোকজন এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক জানান, একটি অজগর সাপ জীবিত উদ্ধার করেছে বন বিভাগ। সাপটিকে গহীন বনে অবমুক্ত করা হবে। 

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ১২, ২০১৮
টিটি/এএ

সড়কপথে চালান পাঠিয়ে ব্যবসায়ীরা আসেন আকাশপথে
বকেয়া বেতনের দাবিতে জামালপুরে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ
রণবীর-দীপিকার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!
সাংবাদিক গোলাম সারওয়ারকে স্পিকারের শেষ শ্রদ্ধা 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট