Alexa

বৈরী আবহাওয়ায় বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম বন্দর। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস (লাইটারিং) বন্ধ রয়েছে।

সোমবার (১১ জুন) বেলা সোয়া একটায় ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) জয়েন্ট সেক্রেটারি আতাউল কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাগর উত্তাল থাকায় প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে বহির্নোঙরে বড় জাহাজে আমদানি করা খোলা পণ্য লাইটার (ছোট) জাহাজে খালাস করা ঝুঁকিপূর্ণ হওয়ায় লাইটারিং বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূল হলে তবে লাইটারিং কাজ শুরু হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, বন্দরে জেটিতে অবস্থানরত জাহাজগুলোতে কনটেইনার লোড আনলোডের কাজ স্বাভাবিক রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩১ দশমিক ২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুন ১১, ২০১৮

এআর/টিসি

প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ করবে বিএনপি
রাজশাহীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
১৫ আগস্টে সুনির্দিষ্ট কোন হুমকি নেই
আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৩১ আগস্ট
সড়ক দুর্ঘটনায় সকালেই ঝরে গেলো ৮ প্রাণ