Alexa

ছবিতে নগরের জলাবদ্ধতা

উজ্বল ধর, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারীবর্ষণে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পানি ঢুকে রোগিদের দুর্ভোগ। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: সাগরে অবস্থানরত লঘুচাপের ফলে রোববার (১০ জুন) রাতভর ভারী বর্ষণে নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

এতে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ভারীবর্ষণে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পানি ঢুকে রোগি ও স্বজনদের দুর্ভোগ। ছবি: উজ্জ্বল ধরসড়কের পাশাপাশি অলি-গলি, বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান  ও হাসপাতালে পানি ঢুকে পড়েছে।

ভারীবর্ষণে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পানি ঢুকে রোগিদের দুর্ভোগ। ছবি: উজ্জ্বল ধরকোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানির কারণে দুর্ভোগে পড়েছে নগরবাসী।

জলাবদ্ধতায় আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকায় দুর্ভোগ। ছবি: উজ্জ্বল ধরবিশেষ করে নগরের নিম্নাঞ্চল চকবাজার, বাকলিয়া, বাদুরতলা, বহদ্দারহাট, কাতালগঞ্জ, মুরাদপুর,

জোয়ার ও বৃষ্টির পানিতে বাদুরতলার মাজার গেটে কোমর সমান পানি। ছবি:উজ্জ্বল ধরশুলকবহর, খাতুনগঞ্জ, চান্দগাঁও, হালিশহর, আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার বাসিন্দারা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

জলাবদ্ধতায় আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকায় দুর্ভোগ। ছবি: উজ্জ্বল ধরএছাড়াও নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচতলায় হাটু সমান পানি ঢুকে পড়েছে।

জলাবদ্ধতায় আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকায় দুর্ভোগ। ছবি: উজ্জ্বল ধরএতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগি ও স্বজনরা। 

চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল প্লাবিত, সীমাহীন দুর্ভোগ

ভারী বর্ষণের সঙ্গে পাহাড় ধসের আশঙ্কা

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ১১, ২০১৮

ইউডি/টিসি

পাবনায় পুলিশ হত্যা মামলার পলাতক আসামী নিহত 
ইনজুরিতে ব্রাজিলের ডগলাস কস্তা
বাপ্পা-তানিয়ার বিয়ে
ক্রুসে রক্ষা জার্মানির
নেইমারের হলুদ কার্ড নিয়ে উদ্বিগ্ন ব্রাজিল