Alexa

অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে অজ্ঞান পার্টির চার সদস্যকে

চট্টগ্রাম: নগরের রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ জুন) সকালে রেল স্টেশনে ঢোকার মুখ থেকে অজ্ঞান করার ওষুধ এবং ছোরাসহ তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মহসীন। 

গ্রেফতার চারজন হলেন মো. রফিক মিয়া বাবুল (৫০), মো. মনির (৩৫), মেহেদী হাসান (২৮) ও সাহাবুদ্দিন (৩০)। 

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার চারজন সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্য। তারা ছিনতাইয়েও জড়িত। ঈদকে কেন্দ্র করে মানুষের মূল্যবান জিনিসপত্র ও টাকা হাতিয়ে নেওয়া তাদের উদ্দেশ্য। 

গ্রেফতার চারজনের কাছে অজ্ঞান করার বিভিন্ন ওষুধ এবং ৩টি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। 

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এসকে/টিসি

বকেয়া বেতনের দাবিতে জামালপুরে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ
রণবীর-দীপিকার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!
সাংবাদিক গোলাম সারওয়ারকে স্পিকারের শেষ শ্রদ্ধা 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন ৪ সেপ্টেম্বর