Alexa

খালেদা জিয়া ছাড়া নির্বাচন যুব সমাজ মেনে নেবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নগর যুবদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যুব সমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন নগর যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৪ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর যুবদলের বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তারা।

এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।  মিছিলটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াসার মোড়ে এসে শেষ হয়।

পরে  নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের সঞ্চালনায়  এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

তিনি বলেন, গ্রেফতার ও নির্যাতন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন যুব সমাজ মেনে নিবে না।  তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানান।  

উপস্থিত ছিলেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক জাফর আহমদসহ প্রমুখ।

বাংলাদেশ সময়:১৭৩০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮

জেইউ/টিসি

পাবনায় পুলিশ হত্যা মামলার পলাতক আসামী নিহত 
ইনজুরিতে ব্রাজিলের ডগলাস কস্তা
বাপ্পা-তানিয়ার বিয়ে
ক্রুসে রক্ষা জার্মানির
নেইমারের হলুদ কার্ড নিয়ে উদ্বিগ্ন ব্রাজিল