Alexa

বাজেটে মোটরসাইকেলে সুখবর, বঞ্চিত সাইকেল!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

ঢাকা: প্রস্তাবিত জাতীয় বাজেটে মোটরসাইকেলের ক্ষেত্রে প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি মোটরসাইকেল ও পার্টস উৎপাদনে কতিপয় পণ্যে শুল্ক সুবিধা যৌক্তিকীকরণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আব্দুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজে বক্তৃতায় অর্থমন্ত্রী এই প্রস্তাব করেন। 
 
মুহিত বলেন, পরিবহন খাতের উদীয়মান একটি উপখাত হলো মোটরসাইকেল উৎপাদন। দেশে ইতোমধ্যেই ৩-৪টি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদন শুরু করেছে। একটি প্রতিষ্ঠান স্বল্প পরিসরে তাদের উৎপাদিত মোটরসাইকেল রপ্তানিও শুরু করেছে। মোটরসাইকেলের স্থানীয় উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে এ খাতের জন্য শর্তসাপেক্ষে রেয়াতি সুবিধা প্রদান করে বিগত অর্থবছরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। মোটরসাইকেল উৎপাদন খাতে প্রদত্ত প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি মোটরসাইকেল ও এর পার্টস উৎপাদনে কতিপয় পণ্যে শুল্ক সুবিধা যৌক্তিকীকরণের প্রস্তাব করছি।
 
ঢাকার যানজট থেকে বাঁচতে মধ্যবিত্ত পরিবারের অনেকেই মোটরসাইকেল ব্যবহার করেন। দিন দিন এ সংখ্যা বাড়ছে সারাদেশে।
 
তবে বাইসাইকেলের ক্ষেত্রে সুখবর দেননি মুহিত।
 
তিনি বলেন, স্থানীয় বাইসাইকেল উৎপাদনকারী/সংযোজনকারী প্রতিষ্ঠান প্রতিরক্ষণের স্বার্থে ব্রেকস, স্যাডল ইত্যাদির আমদানি শুল্ক ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করছি।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমআইএইচ/আরআর

বাজেটের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল
শিগগিরই শুরু হচ্ছে বাল্লা স্থলবন্দর আধুনিকায়নের কাজ
গাজীপুরে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপির ৫৭ টিম
নারী কর্মীর সঙ্গে সম্পর্কে জড়ানোয় ইন্টেল সিইও অপসারণ
শিশুদের ওদের মতো করে আঁকতে ও শিখতে দিন