Alexa

বিদ্যুতে শূন্য, ভর্তুকি বেশি জনপ্রশাসনে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

-

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৭ দশমিক ১ শতাংশ। যা টাকার পরিমাণে ৩২ হাজার ২০৫ কোটি টাকা।

বিদায়ী অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিলো ২২ হাজার ৯৪০ কোটি টাকা। যা সংশোধনীতে এসে দাঁড়ায় ১৭ হাজার ৩২৮ কোটি টাকা।
 
এবার ভর্তুকি ও প্রণোদনা বাবদ সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসনে। এ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১৯ হাজার ৬০১ কোটি টাকা। এরপরই রয়েছে কৃষির অবস্থান। কৃষিতে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার কোটি টাকা। সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৩৫৯ কোটি টাকা।
 
জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ভর্তুকি ও প্রণোদনা রাখা হয়েছে ৮২১ কোটি টাকা। প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২৪ কোটি টাকা। দীর্ঘদিন ধরে আলোচিত বিদ্যুৎ খাতে এবারও কোনো ভর্তুকি রাখা হয়নি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুন ৭, ২০১৮
এসআই/আরআর

টিকে থাকার লড়াইয়ে আইসল্যান্ডের মুখোমুখি নাইজেরিয়া
বানিয়াচংয়ে সম্পত্তি বিরোধের জেরে যুবক খুন
মুরাদকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিলেন জোনায়েদ সাকি
নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযানের প্রস্তুতি আ’লীগের
বাজেটের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল