Alexa

বাজেটকে স্বাগত জানিয়েছে বিআইএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছেরর প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। 

শনিবার (০৯ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের বিমা খাতের স্বার্থে প্রস্তাবিত বাজেটে বিমা এজেন্টদের কমিশনের ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহারের পাশাপাশি বিমা কোম্পানির করপোরেট ট্যাক্স ২ দশমিক ৫ শতাংশ কমানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানিয়েছেন বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

এতে বলা হয় অর্থমন্ত্রীর এ ঘোষণার মধ্য দিয়ে বিমা খাতের দীর্ঘদিনের অন্যতম দাবি বাস্তবায়িত হলো। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর এ বলিষ্ঠ সিদ্ধান্তের বাজেটকে বিআইএ স্বাগত জানিয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে এ সিদ্ধান্ত উজ্জীবিত করেছে। আশা করা যায় দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
এমএফআই/টিএ

নিয়ামতপুরে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু 
যাত্রীর অভাবে চলতি বছর ২০ হজ ফ্লাইট বাতিল
১৮ আগস্ট ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায় 
‘জীবনে একবারও সিগারেট আর পান খাইনি’
‘জাতির জনককে অস্বীকারকারীদের সঙ্গে আলোচনা নয়’