Alexa

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিনের ছুটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সোনামসজিদ স্থলবন্দর। ছবি বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছয়দিনের ছুটি থাকবে সোনামসজিদ স্থলবন্দরে।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, বুধবার (১৩ জুন) পবিত্র শবে কদরের ছুটি এবং বৃহস্পতিবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচদিনসহ মোট ছয়দিন বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম এ স্থলবন্দরটি। 

আগামী মঙ্গলবার (১৯ জুন) বন্দরের সব কার্যক্রম যথারীতি চালু হবে। সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান বাবু ও  সোনামসজিদ সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু স্বাক্ষরিত ওই চিঠিতে আরো জানানো হয়, এ ছয়দিন বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এসআই

ফেসবুক-ইউটিউব আতঙ্কে গরু ব্যাপারীরা
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়েও ধাওয়া-পাল্টা ধাওয়া!
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ২৫
কাজ বদলে যাওয়ায় বিপাকে তরুণ দম্পতি!
‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে আগেই মানুষের ভাগ্য বদল হতো’