Alexa

প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কুবি শিক্ষার্থীদের

কুবি করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রশাসনিক ভবনের সামনে কুবি’র শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকালে তারা বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার (১৪ মে) সকাল থেকে এ কর্মসূচি শুরু করেছেন তারা।

এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় উপাচার্য আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে সোমবার সিদ্ধান্ত দেবেন বলে আশ্বস্ত করলে বিক্ষোভ তুলে নেন তারা।

উল্লেখ্য, রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের তিনটি বাস ভাঙচুর করা হয়। এসময় আহত হয় প্রায় ৪০ জন আহত হয়।

রোববার বিকেলে কুমিল্লা নগরীর পুলিশ লাইন সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী ও স্থানীয় অধিবাসী বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
আরএ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা