Alexa

দেড় মাসের ছুটিতে ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি: পবিত্র রমজান, গ্রীষ্মকালীন ছুটি, জুমআতুল বিদা, শব-ই কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১৫ মে (মঙ্গলবার) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হচ্ছে প্রায় দেড় মাসের ছুটি।

সোমবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ১৬ মে ও ২৭ মে থেকে ৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।

ছুটি শেষে ২৫ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং ২৭ জুন থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে ছুটির সময় কোনো বিভাগ চাইলে তাদের ক্লাস-পরীক্ষা চালিয়ে নিতে পারবে বলেও তিনি জানান।

এদিকে, ৪৩ দিনের ছুটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হল খোলা থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এসআই

কমিটি অনুমোদন নিয়ে ছাত্রলীগে ‘দ্বন্দ্ব’
সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের গুলি, আটক ১৮
ব্রেক্সিট: চূড়ান্ত গণভোটের দাবিতে লন্ডনে পদযাত্রা
চট্টগ্রামের সকল আসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি নাছিরের
গোয়ালন্দে যুবককে পিটিয়ে হত্যা