Alexa

শাবিপ্রবিতে গ্রীষ্মকালীন-ঈদের ছুটি রোববার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতর উপলক্ষে এক মাসের ছুটি শুরু হচ্ছে রোববার (২০ মে) থেকে।

বৃহস্পতিবার (১৭ মে) রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে রোববার থেকে গ্রীষ্মকালীন অবকাশ ও ২৭ মে থেকে ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে। আগামী ২৪ জুন (রোববার) থেকে যথারীতি একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এদিকে শুক্রবার (১৮ মে) ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা আগে ভাগেই বাড়ি ফিরতে শুরু করেছে। তবে অনেক বিভাগেই বন্ধের মধ্যেও সেমিস্টার ফাইনাল চলবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এএটি

বাজেটের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল
শিগগিরই শুরু হচ্ছে বাল্লা স্থলবন্দর আধুনিকায়নের কাজ
গাজীপুরে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপির ৫৭ টিম
নারী কর্মীর সঙ্গে সম্পর্কে জড়ানোয় ইন্টেল সিইও অপসারণ
শিশুদের ওদের মতো করে আঁকতে ও শিখতে দিন