Alexa

ববিতে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু ২৭ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল বিশ্ববিদ্যালয়

ব‌রিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একত্রেই হচ্ছে। 

বৃহস্পতিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে টানা এক মাসের এ ছুটি আগামী রোববার (২৭ মে) থেকে শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার (২৮ জুন)। তবে বৃহস্পতিবার (৩১ মে) পূর্ব ঘোষিত বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ যথারীতি রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রশাসনিক বিভাগের ছুটি আগামী মঙ্গলবার (১২ জুন) থেকে শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার (২১ জুন)। রোববার (২৪ জুন) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ খোলা থাকবে এবং রোববার (১ জুলাই) ক্লাস শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ে ছুটি চলাকালীন সময়ে নিরাপত্তাসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে।

বাংলা‌দেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এমএস/আরআইএস/

হোসেনপুরে ৯ ইজিবাইক চালকের কারাদণ্ড
নাজমুল হুদার দল নিবন্ধন নিয়ে হাইকোর্টের রুল
নির্বাচনের আগেই ১০০০ ফার্মাসিস্ট নিয়োগ
ডিমলায় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
খুলনায় আবারও ইয়াবাসহ পুলিশ আটক