Alexa

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন রাবি ছাত্র নাজমুল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাজমুল ইসলাম

রাবি: ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন নাজমুল ইসলাম (২০) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। শুক্রবার (১৮ মে) রাতে রাজধানীর মিরপুর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাজমুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার নজরুল ইসলামের ছেলে।

বিভাগের সভাপতি অধ্যাপক সোমলাল দাস বাংলানিউকে জানান, নাজমুল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত মাসে চিকিৎসক তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এরপর তার পরিবার ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় রাজধানীর মিরপুর ডেল্টা হাসপাতালে চিকিৎসা চলছিলো। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুতে বিভাগে শিক্ষক-শিক্ষার্থীসহ তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নাজমুলের মরদেহ শনিবার (১৯ মে) দুপুরের দিকে গ্রামের বাড়িতে পৌঁছায়। আছরের নামাজের পর তার নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এসআরএস

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা