Alexa

ঢাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক সামাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ড. মুহাম্মদ সামাদ (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

রোববার (২৭ মে) দুপুরে অধ্যাপক সামাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। 

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে চিঠি দ্রুত চলে আসবে।

অধ্যাপক সামাদ জাতীয় কবিতা পরিষদের সভাপতি ছিলেন। এছাড়া বিভিন্ন মেয়াদে তিনি ঢাবি সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০০৯-২০১২ সাল পর্যন্ত পরিচালক ছিলেন। ২০১২ সাল থেকে ২০১৬ পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) -এর উপাচার্য ছিলেন। 

তার শিক্ষকতার অভিজ্ঞতা ৩৪ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপক হিসেবে ২০০৫ এবং ২০০৯ সালে পর-পর দুইবার পাঠদান করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন ক্যান্ডাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক-এর গবেষণা ফেলো ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মে ২৭, ২০১৮/আপডেট: ১৬২৭ ঘণ্টা
এসকেবি/আরআর

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা