Alexa

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করা হচ্ছে। ছবি বাংলানিউজ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ হয়েছে। 

রোববার (২৭ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বরাবর ফলাফল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

এর কিছুক্ষণ পরপই অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়। ফাজিল পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu ac.bd)  এ পাওয়া যাবে।

প্রকাশিত ফলাফলে ফাজিল (স্নাতক) প্রথম বর্ষে (অনিয়মিত) দুই হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ১০৯ জন উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় বর্ষে ৪৯ হাজার ৮৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ১৭ জন উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় বর্ষে ৩৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫ হাজার ১৯৩ জন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদের উপস্থাপনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজোয়ানুল ইসলাম প্রমুখ। 

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ আগস্ট ২৯২টি কেন্দ্রে ফাজিল (স্নাতক) প্রথম (অনিয়মিত), দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। তবে দেশব্যাপী বন্যা ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের কারণে বেশ কয়েকবার পরীক্ষা স্থগিত হয়ে ২০১৭ সালের ৭ নভেম্বর পরীক্ষা শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এসআই

চকরিয়ায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু
খানসামায় মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
অরফানেজে খালেদার আপিলের শুনানির দিন ধার্য সোমবার
দেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির স্থান নেই
বড় উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু