Alexa

জবির এক মাসের ছুটি শুরু ৩ জুন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা এক মাসের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। 

বুধবার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী রোববার (৩ জুন) থেকে বৃহস্পতিবার (২৮ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী রোববার (১০ জুন) থেকে সোমবার (২৫ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগী ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে। 

এদিকে, ছুটি শেষে মঙ্গলবার (২৬ জুন) প্রশাসনিক দফতরসমূহ এবং রোববার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসসমূহ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ৩০, ২০১৮
আরআইএস/

মা-বাবার সঙ্গে বাঁধনহারা আনন্দে শিশুরা
ঈদের ছুটি শেষে জনস্রোত এখন কর্মস্থলমুখী 
বিএনপির গতিবিধি বুঝে জাপার সঙ্গে আ’লীগের আসন সমঝোতা
ত্রিপুরায় আবারো সাংবাদিকের ওপর হামলা
বলেশ্বরের বুকে জেগে ওঠা ‘বিহঙ্গ দ্বীপ’