Alexa

পবিপ্রবিতে হল থেকে ছাত্র বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লোগো

পটুয়াখালী: মাদক সেবনের দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের পঞ্চম সেমিস্টারের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে হল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৭ জুন) পবিপ্রবির এমকে আলী হলের প্রভোস্ট ড. গোপাল সাহা স্বাক্ষরিত এক আদেশে ওই ছাত্রকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৬ এপ্রিল (সোমবার) পবিপ্রবির এম কেরামত আলী হলের (এম.কে আলী হল) বি-১০৯ কক্ষে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় পাওয়া যায় রাফি নামে ওই ছাত্রকে। পরে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে হলের বরাদ্দ বাতিল করে তাকে বিশ্ববিদ্যালয়ের গণরুমের পশ্চিম পাশের দ্বিতীয় তলায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়। এবং তাকে সতর্ক করা হয়।

কিন্তু বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও একই অপরাধ করায় হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে তাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমএস/ওএইচ/

সাভারে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আটক ৩
বরিশালে আ’লীগের মনোনয়ন চান ৮৬ কাউন্সিলর প্রার্থী
সিসিকে মেয়র পদে চারজনসহ ১৫৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
অবশ্যই আমরা একসঙ্গে খেলতে পারি: দিবালা
প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন