Alexa

তিন তারকার ‘কাব্য বন্যা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘কাব্য বন্যা’ নাটকের দৃশ্য

জামিল হাসানের বয়স চল্লিশ। তিনি বিয়ে করেছেন তার প্রায় অর্ধেক বয়সী বন্যাকে। তবে জামাল বন্যাকে অনেক ভালোবাসেন। তাই তার প্রাসাদের মতো বাড়িটিতে তেমন কোনো আত্মীয়-স্বজনকে আসতে দেন না। তার মনে বন্যাকে হারানোর ভয় কাজ করে। কিন্তু মাঝে মধ্যে বন্যার মনে হয় সে এই বাড়িতে বন্দিনী।  

একদিন বাসায় ঢুকার সময় একটি ছেলেকে দেখতে পায় জামিল। ছেলেটি নাকি ছবি আঁকার জন্য রাজবাড়িটি দেখতে এসেছেন।তার নাম কাব্য। জামিল সাহেব ছেলেটিকে ভেতর নিয়ে গেলো কিন্তু বাড়িটি দেখানোর জন্য নয় ছবি আঁকানো জন্য। তার খুব ইচ্ছে বন্যার একটি ছবি আঁকাবেন। নিজেই করতে চেয়েছিল, এই জন্য রং তুলি ক্যানভাসও কিনেছিলেন। বন্যার একটি ছবিও এঁকেছিলেন কিন্তু তা বন্যার ছবি হয়নি।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কাব্য বন্যা’। এটি নির্মাণ করেছেন নাজমুল রনি। রচনা করেছেন মমর রুবেল। অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ, তানজিন তিশা, কল্লোলসহ আরো অনেকে।

সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। ১৮ মে রাত ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে এটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা,  মে ১৭, ২০১৮
জেআইএম/বিএসকে

চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ নারী শ্রমিকের মৃত্যু
জাহিদ হাসান এবার গার্ড!
বৃহস্পতিবার শহীদ মিনারে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা
চট্টগ্রামে পুড়েছে শতাধিক কাঁচাঘর, দোকান
উসকানি-সহিংসতার অভিযোগের ৫১ মামলায় গ্রেফতার ৯৭