Alexa

স্বামীকে নিয়ে ‘ভীরে ডি ওয়েডিং’ দেখলেন সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্বামী আনন্দ আহুজার সঙ্গে সোনম কাপুর আহুজা ও ‘ভীরে ডি ওয়েডিং’ ছবির পোস্টার

শুক্রবার (০১ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সোনম কাপুর আহুজা অভিনীত ‘ভীরে ডি ওয়েডিং’। বিয়ের পর এই প্রথম মুক্তি পেলো সোনমের ছবি।

মুক্তির একদিন আগে আয়োজন করা হয়েছিলো ‘ভীরে ডি ওয়েডিং’র বিশেষ প্রদর্শনী। যেখানে উপস্থিত ছিলেন সালমান খান, অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহর মতো বলিউডের নামি-দামি তারকা।

বিশেষ প্রদর্শনীতে স্বামী আনন্দ আহুজাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সোনম কাপুর আহুজাও। এরইমধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই দম্পতির বেশ কয়েকটি স্থিরচিত্র।

‘ভীরে ডি ওয়েডিং’ প্রযোজনা করেছেন সোনমের বোন রিয়া কাপুর। এটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। এতে সোনমের পাশাপাশি আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, সারা ভাস্কর ও শিখা তালসানিয়া।

এদিকে, মা হওয়ার পর এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করছেন কারিনা কাপুর খান।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ০১, ২০১৮
বিএসকে

জাপানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
ঈদে দর্শনার্থীদের চোখ লালবাগ কেল্লায়
জার্মানি খুব বাজে খেলেছে: কোচ লো
ড্রয়ের জন্য রেফারিংকে দুষছেন না মার্সেলো
জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত