Alexa

ঈদে ছোট পর্দায় ‘পোড়ামন’ ও বড় পর্দায় ‘পোড়ামন টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাইমন-মাহি ও সিয়াম-পূজা

২০১৩ সালে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’। সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত সিনেমাটি ব্যবসাসফল ছিলো।

আর এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে নবাগত পরিচালক রায়হান রাফি পরিচালিত প্রতীক্ষিত সিনেমা ‘পোড়ামন টু’। এ ছবির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসছে নতুন সিয়াম-পূজা জুটি। ছোট পর্দার তরুণ তারকা সিয়ামের এটিই প্রথম সিনেমা।

মজার ব্যাপার হচ্ছে ঈদে ‘পোড়ামন টু’ দর্শকরা বড় পর্দায় দেখবার পাশাপাশি ছোট পর্দায় দেখতে পাবেন ‘পোড়ামন’ সিরিজের প্রথম কিস্তি। ঈদের দ্বিতীয় দিন দুপুর আড়াইটায় মাছরাঙা টেলিভিশনে বিশেষ চলচ্চিত্র হিসেবে প্রচারিত হবে ‘পোড়ামন’।

‘পোড়ামন’ ও ‘পোড়ামন টু’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

‘পোড়ামন টু’তে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, মনিরা মিঠু, বিপাশা কবির, মিশা সওদাগরসহ আরও অনেকে। পোড়ামন বান্দরবানের একটি সত্য ঘটনাকে নিয়ে নির্মিত হয়েছিল। সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছিল বান্দরবানের নীলগিরি, মেঘলাসহ মিয়ানমার সীমান্তের মনোরম লোকেশনে।

‘পোড়ামন’র গানগুলো এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। বিশেষ করে ন্যান্সি ও শফিক তুহিনের গাওয়া ‘জ্বলে জ্বলে জোনাকি’ ছিল ২০১৩ সালের জনপ্রিয় গানের একটি। 

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুন ৫, ২০১৮
জেআইএম/আরআর

পঞ্চগড়ে জমে উঠেছে দেশি গরুর হাট
লোকাল ট্রেনের টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়
আইরিশদের বিপক্ষে বৃষ্টি আইনে হার সৌম্যদের
দামে বেশি হলেও দেশি গরুতে আগ্রহ ক্রেতাদের
পুরনো চেহারায় ফিরছে ঢাকার পরিবহন ব্যবস্থা