Alexa

সেন্সর ছাড়পত্রের অনুমতি পেয়েছে ‘পোড়ামন ২’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

'পোড়ামন ২'র একটি দৃশ্যে সিয়াম ও পূজা

ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’। বুধবার (৬ জুন) দুপুর পৌনে দুইটায় ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। প্রদর্শনের পর ছবিটিকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র প্রদানের অনুমতি প্রদান করা হয়েছে।

বিষয়টি নিয়ে বুধবার (০৬ জুন) সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার বাংলানিউজকে বলেন, বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর সেন্সর ছাড়পত্র প্রদানের অনুমতি দিয়েছেন। আগামী কয়েক কার্যদিবসের মধ্যে ছবিটিকে ছাড়পত্র দেওয়া হবে।

এর ফলে ঈদে ‘পোড়ামন ২’ মুক্তিতে কোনও বাধা রইলো না।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সিয়াম আহমেদ। এটি তার অভিনীত প্রথম ছবি। এতে তার নায়িকা পূজা চেরি। ছবিটিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
জেআইএম/বিএসকে

পত্নীতলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেহেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
‘বেস্ট নেভার রেস্ট’ স্লোগানে ঘাম ঝরাচ্ছে জার্মানরা
সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে
বাগাতিপাড়ায় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার