Alexa

মহাক্ষয়ের গ্ল্যামারাস পত্নী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহাক্ষয় চক্রবর্তী ও মাদালসা শর্মা

আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী। দক্ষিণী অভিনেত্রী মাদালসা শর্মাকে বিয়ে করতে যাচ্ছেন মহাক্ষয়। গত মার্চেই সম্পন্ন হয়েছে তাদের বাগদান।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আগামী ৭ জুলাই উটির হোটেল দ্য মোনার্কে হবে মহাক্ষয়-মাদালসার বিয়ের সকল আনুষ্ঠানিকতা। যেখানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু ও বলিউড তারকা।

মিঠুনের হবু পুত্রবধূ খুবই গ্ল্যামারাস। মাদালসা পরিচালক ও প্রযোজক সুভাষ শর্মার মেয়ে। ২০০৯ সালে তেলগু ছবি ‘ফিটিং’-এর মাধ্য দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় অভিষেক হয় তার।

মাদালসা শর্মাবলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী-যোগীতা দম্পতির ছেলে মহাক্ষয় চক্রবর্তী। ২০০৮ সালে ‘জিমি’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। শুধু হিন্দি নয়, বাংলা ছবিতেও অভিনয় করেছেন ৩৩ বছর বয়সী এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
বিএসকে

জাপানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
ঈদে দর্শনার্থীদের চোখ লালবাগ কেল্লায়
জার্মানি খুব বাজে খেলেছে: কোচ লো
ড্রয়ের জন্য রেফারিংকে দুষছেন না মার্সেলো
জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত