Alexa

চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তিন সন্তান ও স্ত্রী গৌরি খানের সঙ্গে শাহরুখ খান

শাহরুখ খানের তিন সন্তান। বড় ছেলে আরিয়ানের বয়স এখন ২০ বছর। মেয়ে সুহানা খান সদ্য ১৮তে পা দিয়েছেন। আর ছোট ছেলে আবরামের বয়স পাঁচ।

গুঞ্জন উঠেছে, খুব শিগগিরই নাকি চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকা।

সম্প্রতি রাজ এসআরকে নামে শাহরুখ খানের এক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে লিখেছেন, ‘আমি স্বপ্নে দেখেছি আপনি (শাহরুখ খান) চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন।’

শাহরুখ খানএর উত্তর দিতে গিয়ে কিং খান বলেছেন, ‘ছোট ছেলে আবরাম খানের পোশাক তিনি তুলে রাখতে চান, স্বপ্ন স্বার্থক করতে।’

শাহরুখের এমন মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে আলোচনা। কিন্তু শাহরুখ খানের কিছু ভক্ত দাবি করেছেন, শাহরুখ মজা করে ওই মন্তব্য করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
বিএসকে

আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়
শাহজালালে ৬ স্বর্ণেরবারসহ যাত্রী আটক
ছাগলনাইয়ায় মহিষের দখলে পশুরহাট
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা লক্ষাধিক পিস