Alexa

দ্বিতীয় বিয়ে করবেন না কারিশমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাবা রণধীর কাপুরের সঙ্গে কারিশমা কাপুর

স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে অনেক আগেই সংসারের ইতি টেনেছেন কারিশমা কাপুর। এরপর ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে মন দেওয়া-নেওয়া শুরু হয় কারিশমার। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেও দেখা গেছে দু’জনকে।

প্রেমিক সন্দীপের সঙ্গে খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন কারিশমা। যা নিয়ে লোলোর (কারিশমার ডাকনাম) পরিবারের কোনো আপত্তি ছিলো না বলেও জানা গিয়েছিলো।

তবে কারিশমা দ্বিতীয় বিয়ে করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তার বাবা রণধীর কাপুর।

এ প্রসঙ্গে রণধীর কাপুর বলেন, ‘কারিশমা দ্বিতীয় বিয়ে করছেন না। এটি একদম মিথ্যা খবর। আমরা সবাই চাই ও আবার বিয়ে করুক। তবে এ বিষয়টি নিয়ে ওর কোনো আগ্রহ নেই। আমরা এ বিষয়টি নিয়ে ওর সঙ্গে আলোচনাও করেছি। কিন্তু ও আমাদের সাফ জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে সংসার শুরু করতে চান না। ও এখন শুধু ওর সন্তানদের নিয়েই থাকতে চায়।’

কারিশমার প্রেমিক সন্দীপ তোশনিওয়াল প্রসঙ্গে রণধীর বলেন, ‘আমরা তাকে খুব ভালো করে চিনি না। কারিশমা এখনও সিঙ্গেল নারী। তারা শুধু ভালো বন্ধু।’

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
বিএসকে

আবারো বিতর্কে জড়ালেন কঙ্গনা
সাত মরদেহের শেষকৃত্য সম্পন্ন, মামলা হয়নি
সুদের পাওনা টাকার জের ধরেই গৌরাঙ্গকে হত্যা করা হয়
ঈদের আগে জামিন মিললো ৪২ শিক্ষার্থীর
বাজপেয়ীর মৃত্যুতে ত্রিপুরায় মাসব্যাপী কর্মসূচি