Alexa

জাহান অরন্যের ‘ঈদ আনন্দ আড্ডা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ঈদ আনন্দ আড্ডা’র দৃশ্যে অতিথিদের সঙ্গে জাহান অরন্য

ঈদের বিশেষ টিভি অনুষ্ঠান ‘ঈদ আনন্দ আড্ডা’। এটির উপস্থাপনা করেছেন রেডিও এবং টেলিভিশন উপস্থাপক জাহান অরন্য।

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত আনন্দ টিভিতে ‘ঈদ আনন্দ আড্ডা’ প্রচার হবে। প্রতি পর্বে দু’জন নারী অতিথি উপস্থিত হবে। তাদের সঙ্গে গল্প, আড্ডা আর খেলায় জমে ওঠবে অনুষ্ঠান।

জাহান অরন্য বলেন, নাগরিক সভ্যতায় ব্যস্ত জীবনে এক টুকরো নিখাদ বিনোদন আর সেই সঙ্গে হাসি আনন্দে মেতে ওঠার মতো উপলক্ষ আমাদের জীবনে খুব কম আসে। এই আয়োজন আনন্দ টেলিভিশনের দর্শকদের সেই মনের খোঁড়াক জোগাবে। সেই সঙ্গে তরুণ প্রজন্মের প্রতিভাবান বিভিন্ন পেশার প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন ঈদ আনন্দ আড্ডার প্রতিটি পর্বে। যার ফলে দর্শক প্রতিটি পর্বে পাবেন ভিন্ন আমেজ।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ১১, ২০১৮
জেআইএম/আরবি/

আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়
শাহজালালে ৬ স্বর্ণেরবারসহ যাত্রী আটক
ছাগলনাইয়ায় মহিষের দখলে পশুরহাট
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা লক্ষাধিক পিস