Alexa

একসঙ্গে গাইবেন প্রেমিক-প্রেমিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সালমান খান ও লুলিয়া ভানটুর

রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভানটুরের সঙ্গে প্রেম করছেন বলিউড সুপারস্টার সালমান খান। অনেক আগে থেকেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। তবে বিষয়টি এখনও পর্যন্ত স্বীকার করেননি কেউ।

প্রেম নিয়ে মুখ না খুললেও প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় সালমান-লুলিয়াকে। এইতো ক’দিন আগে বাবা সিদ্দিকীর ইফতার মাহফিলেও গিয়েছিলেন তারা।

এদিকে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’র ‘সেলফিস’ গানটিতেও কণ্ঠ দিয়েছেন লুলিয়া। এর কথা লিখেছেন সালমান নিজেই। তবে এবার একসঙ্গে গাইতে শোনা যাবে তাদের।

‘ইয়ামলা পাগলা দিওয়ানা থ্রি’ ছবির একটি প্রেমের গানে কণ্ঠ দেবেন সালমান-লুলিয়া। এরইমধ্যে গানটির রেকর্ডিং শেষ করেছেন সালমান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১২, ২০১৮
বিএসকে

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে পর্তুগাল, গোল করেছেন রোনালদো
পত্নীতলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেহেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
‘বেস্ট নেভার রেস্ট’ স্লোগানে ঘাম ঝরাচ্ছে জার্মানরা
সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে