Alexa

দীপিকার বাসভবনে আগুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই শহরের ওয়ারলিতে একটি আবাসিক বহুতল ভবনের আগুন লেগেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এই ভবনেই বাস করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

মুম্বাই পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হননি। আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

পুলিশ আরও জানায়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভবনটির ৩৩ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় উপরের দু’টি তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার পর ৯০ জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে জুনের প্রথম সপ্তাহে দক্ষিণ মুম্বাইয়ের ট্যাক্স অফিসে আগুন লেগেছিল। ওই ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এএইচ/এনএইচটি/বিএসকে

পঞ্চগড়ে জমে উঠেছে দেশি গরুর হাট
লোকাল ট্রেনের টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়
আইরিশদের বিপক্ষে বৃষ্টি আইনে হার সৌম্যদের
দামে বেশি হলেও দেশি গরুতে আগ্রহ ক্রেতাদের
পুরনো চেহারায় ফিরছে ঢাকার পরিবহন ব্যবস্থা