Alexa

ইনজুরির কারণে আইফা অ্যাওয়ার্ডে থাকছেন না শহিদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শহিদ কাপুর

এ বছর ব্যাংককে বসতে যাচ্ছে বলিউডের সিনেমাকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার অন্যতম প্ল্যাটফর্ম ‘আইফা অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর।

প্রতিবারের মতো এবারের আসরেও বসবে তারার হাট। দেখা যাবে বলিউড তারকাদের নাচ-গান।

প্রথমে শোনা গিয়েছিলো- ১৯তম আইফা অ্যাওয়ার্ডে শহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও কৃতি শ্যানন পারফরমেন্স করবেন। কিন্তু পিঠে ব্যথার কারণে অনুষ্ঠানে পারফর্ম করতে পারছেন না শহিদ।

বৃহস্পতিবার (২১ জুন) ব্যাংককের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিলো শহিদের। কিন্তু পিঠে ব্যথা থাকার কারণে তিনি অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন আয়োজকদের।

জানা গেছে, শহিদের পরিবর্তে নেওয়া হয়েছে বলিউড অভিনেতা ববি দেওলকে।

শুধু শহিদ কাপুর নয়, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আইফা অ্যাওয়ার্ডে পারফর্ম করতে পারছেন না অভিনেতা অর্জুন কাপুরও।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২২, ২০১৮
বিএসকে

শিল্পকলায় গুজরাটি সন্ধ্যা
টয়াকে শুভ কামনা জানালেন সিয়াম
চাঁদের অভিমুখে মানুষের যাত্রা
ব্যয় বাড়বে কুম্ভ, সাফল্য পাবেন বৃষ
ফ্রি-স্টাইল ফুটবলে হেডস্কার্ফে মালয়েশিয়ান তরুণী!