Alexa

মাধবপুরে দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাধবপুরে দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ মার্চ) সকাল থেকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে এ চিকিৎসা সেবার অায়োজন করা হয়। সন্ধ্যা পর্যন্ত এ চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেটের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ আহবাব, শিশু বিশেষজ্ঞ ডা. আখলাখ আহমেদ, অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফাইজুল ইসলাম, গিয়াস উদ্দিন প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, নিউরোমেডিসিন, অর্থোপেডিক্স, হৃদরোগ, মানসিক রোগ, প্রসূতি ও স্ত্রী রোগ, সার্জারী, নাক-কান-গলা, নবজাতক ও শিশু, মুখ ও দন্ত, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দেয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা