Alexa

সরকারি হাসপাতালের সেবা বদলে দেওয়ার অঙ্গীকার মেয়রদের

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্মেলনে মেয়ররা/ ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ থেকে: স্থানীয় জনগণের সম্পৃক্ততায় সদর ও উপজেলা হাসপাতালের সেবা বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন মেয়ররা। 

শনিবার (৩১ মার্চ) ঝিনাইদহ সদরে ডা. কে আহমেদ কমিউনিটি সেন্টারে স্থানীয় জনগণের সরকারি স্বাস্থ্য সেবার মান উন্নয়ন: চৌগাছা- ঝিনাইদহ মডেল সম্প্রসারণ পৌর মেয়রদের ভূমিকা শীর্ষক সম্মেলনে মেয়ররা এ অঙ্গীকার করেন। 

ঝিনাইদহ পৌরসভা ও শেয়ার প্রকল্প, ইন্টান্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিস রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এ সম্মলনের আয়োজন করে। সম্মেলনে অংশ নেন যশোর, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মেয়ররা।

সরকারি অর্থের পাশাপাশি নিজেদের ফান্ডে সরকারি হাসপাতালের সেবার মান বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন মেয়ররা।
 
সম্মলনে চুয়াডাঙ্গা সদর পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, হাসপাতালে মনিটরিং বাড়াতে হবে। আমি নিজে সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কর্মী নিয়োগ দিয়েছি। সামনে যা যা দরকার তাই করবো। শুধু সরকারের দিকে চেয়ে থাকবো না। হাসপাতালের উন্নয়নের জন্য দালালদের বিতাড়িত করবো।

মেহেরপুর সদর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর সদর হাসপাতালকে প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। নিজে থেকে অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেবো। সদর হাসপাতালের ফাঁকা স্থানে সৌন্দর্যবর্ধণে কাজ করবো। মেহেরপুরকে একটি মডেল হাসপাতাল বানাবো।

ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, আমার সদর হাসপাতালে আগে দুর্গন্ধে রোগী আসতো না। এখন আমরা নিজ উদ্যোগে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করছি। প্রতিনিয়ত এখানে রোগী বাড়ছে, দালাল চক্রদের বিতাড়িত করেছি হাসপাতাল থেকে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এমআইএস/আরআইএস/

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা