Alexa

সেই জান্নাতুনের মাথায় প্রথম দফার অপারেশন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জান্নাতুন

জয়পুরহাট: দেহের তুলনায় মাথা অস্বাভাবিক বড় হওয়ায় সাত বছর ধরে বিছানাবন্দি জয়পুরহাটের সেই জান্নাতুনের প্রথম দফার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক অমিতাভ চান্দার নেতৃত্বে তার অপারেশন হয়। তার বেশ কয়েকটি অপারেশন লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী সপ্তাহে হবে দ্বিতীয় দফার অপারেশন। 

এর আগে ২ মার্চ অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক অমিতাভ চান্দার নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম অপারেশনের সিদ্ধান্ত নেয়। 

বর্তমানে ওই হাসপাতালে অবস্থান করছেন এই রোগীকে প্রথম সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসা স্থানীয় মাতৃভূমি একাডেমির প্রতিষ্ঠাতা তিতাস মোস্তফা। তিনি এসব তথ্য জানিয়েছেন। 

জান্নাতুন জয়পুরহাট শহরের শান্তি নগর মহল্লার দরিদ্র ইমাম আব্দুল আলীমের মেয়ে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসআই

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা