Alexa

জিলাপীতে কাপড়ের রং মেশানোয় বনানীতে রেস্তোরাঁকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাপড়ের রং জিলাপীতে ব্যবহার করায় সালাম কিচেনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে

ঢাকা: কাপড়ের রং জিলাপীতে ব্যবহার করায় রাজধানীর বনানীতে সালাম কিচেন নামে একটি রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা ও একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর খাবারে মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের কারণে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে হান্ডি ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে আরেকটি প্রতিষ্ঠানকে।

মঙ্গলবার (২৯ মে) বিকেলে রাজধানীর বনানীর ১০ নম্বর সড়ক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং ১০-১২ দিন আগের রান্না খাবার কাচা মাংসের সঙ্গে ফ্রিজে সংরক্ষণ করার দায়ে হান্ডি ইন্ডিয়ান রেস্টুরেন্টকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় কাপড়ের রং দিয়ে জিলাপী তৈরির দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে সালাম কিচেনকে। ওই রেস্টুরেন্টের একজনকে তিন মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, মে ২৯, ২০১৮
পিএম/এইচএ/

সড়কপথে চালান পাঠিয়ে ব্যবসায়ীরা আসেন আকাশপথে
বকেয়া বেতনের দাবিতে জামালপুরে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ
রণবীর-দীপিকার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!
সাংবাদিক গোলাম সারওয়ারকে স্পিকারের শেষ শ্রদ্ধা 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট