Alexa

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ দেখাবে ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১

ঢাবি: পরিবর্তীত সময়সূচিতে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভেতরে ও ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে দু’টি স্থানে বড় পর্দায় তা পর্যবেক্ষণ করা হবে।

বৃহস্পতিবার (১০ মে) দিবাগত রাত ৩টা ৪৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু রকেটের যাত্রা বিঘ্নিত হওয়ায় এখন একদিন পিছিয়ে শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১১, ২০১৮
এসকেবি/আরবি/

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা