Alexa

মিজোরামে বাস খাদে পড়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাদে পড়া বাস। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর-পূর্ব ভারতের মিজোরামে বাস খাদে পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ডজন খানেক। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

দেশটির পুলিশ বলছে, যাত্রীবাহী একটি বাস রাজ্যটির রাজধানী আইজল থেকে দক্ষিণ মিজোরামের সিয়াহায় যাচ্ছিল। এসময় পথে লুংলেই জেলার পাংজাওল গ্রামে একটি খাদের প্রায় ৫০০ মিটার গভীরে পড়ে যায় বাসটি। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, সোমবার (০৪ জুন) সন্ধ্যায় লুংলেই জেলাতেই প্রবল বর্ষণে ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
টিএ

নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযানের প্রস্তুতি আ’লীগের
বাজেটের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল
শিগগিরই শুরু হচ্ছে বাল্লা স্থলবন্দর আধুনিকায়নের কাজ
গাজীপুরে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপির ৫৭ টিম
নারী কর্মীর সঙ্গে সম্পর্কে জড়ানোয় ইন্টেল সিইও অপসারণ