Alexa

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগদাদে বোমা বিস্ফোরণ

ইরাকের রাজধানী বাগদাদের সাদর শহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯০ জনেরও বেশি।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন মুখপাত্র জানান, বারুদ বিস্ফোরণের কারণে ঘটনাটি ঘটেছে। দেশটির নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মসজিদে বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ। বিস্ফোরকটি মসজিদ থেকে পাশে রাখা একটি গাড়িতে নেওয়ার সময় বিস্ফোরিত হয়।

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন একজন মন্ত্রীর মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, এই বিস্ফোরণ বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এএইচ/এমজেএফ

অসুস্থ সাবেক ভিসি ও মুক্তিযোদ্ধার পাশে মেয়র লিটন
প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে ক্র্যাবের শোক 
ট্রাফিক সপ্তাহ: সিলেটে মামলা ৩ হাজার ৭৫৮ 
কলারোয়া পৌর মেয়র আকতারুল ইসলাম সাম‌য়িক বরখাস্ত 
বেগমগঞ্জে জামায়াতের আমিরসহ আটক ১১