Alexa

উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১২ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৩ জুন) সকালে জেলার দণহারা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, গাড়িটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ১৬ জনের মৃত্যু এবং ডজনখানেক আহত হন।

বাসচালকসহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনিজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনায় যাত্রীদের মুত্যুতে সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদন প্রকাশ করেন। এছাড়াও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
টিএ

ছাগলনাইয়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬
যশোরে ভিজিএফ’র চাল পাচার রুখে দিলো জনতা
ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিলেটের চামড়া ব্যবসায়ীরা!
কেরালার বন্যায় রেড অ্যালার্ট প্রত্যাহার, নিহত ২৪৫
পরোক্ষ ধূমপানে বাড়ে শিশুদের ফুসফুসজনিত রোগের ঝুঁকি