Alexa

মাঘের শীত | আবু আফজাল মোহাঃ সালেহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

মাঘের ভোরে
বারেক কাঁপে
ঠকঠকিয়ে!

মাঘের বায়ে
বাতাস বাহে
শিরশিরিয়ে!
 
মাঘের রোদে
শিশির নড়ে
চিকচিকিয়ে!
 
মাঘের শীতে
বাঘ কাঁপে
থরথরিয়ে!
 
মাঘের রাতে
ব্যথা করে
টনটনিয়ে!
 
মাঘের সাঝে
মৌমাছি ওড়ে
ভনভনিয়ে!
 
 
কুয়াশা
 
শহর থেকে
গ্রামান্তরে
চোখ যায় না
অতি দূরে!
কুয়াশা ভিজে
সমীরণ
বাতাস নিয়ে
খেলা করে!
গাও গেরাম
ভরেছে যে
শুভ্র সাদা
অংকনে!
দিকবিদিক
ঢেকে যেন
পশমি সাদা
চাদর রে!

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এএ

বাংলাদেশ সফরে আসছেন আইসিআরসি প্রেসিডেন্ট
বেগম জিয়া সুবিচার থেকে বঞ্চিত: শাহাদাত
ডেনমার্ক-অস্ট্রেলিয়া ম্যাচ ড্র
শীতলক্ষ্যা নদীর তীর থেকে শিশুর মরদেহ উদ্ধার
সড়কে বিকল এলজিইডিরই গাড়ি!