Alexa

বসন্তের হাওয়া | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

বসন্তের লাগলো হাওয়া
রুক্ষ গাছের ডালে,
উঠলো নেচে হাসলো নতুন
পাতার অন্তরালে।

উঠলো ভরে ফুলে ফুলে
বন-বনানির শাখী,
কাব্য গাঁথে ছবি আঁকে
স্বপ্ন জোড়া আঁখি।
 
কোকিল ডাকে কুহু সুরে
ডাকে পাখি কত!
বিষাদী মন প্রশান্তি পায়
সুখে অবিরত।
 
দক্ষিণে বায় মনটা জুড়ায়
শীতল ক’রে গা,
আনমনে তাই গান গেয়ে যায়
তাইরে নাইরে না!

ইচ্ছেঘুড়িবাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এএ

তামিমের ভাবনায় এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ড
রাতজাগা ব্যস্ততা মাদারীপুরের কামারশালায়
ত্রিশ বছর বেসবল, অতঃপর ক্রিকেট!
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশের নজরদারি 
না’গঞ্জে র‌্যাবের অভিযানে ৭ মাদক ব্যবসায়ী আটক