Alexa

করবো বর্ষবরণ | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

বৈশাখ আসে ঢোলক বাজে
যাই রে ডিসি হিলে
ধর্মে-বর্ণে হই একাকার
পরস্পরে মিলে।

কী আনন্দ আহা কী সুখ
আর কি কোথাও আছে?
বৈশাখ আসে তাই খুশিতে
মনটা বুঝি নাচে।
বৈশাখ মানে হৈ হুল্লোড়
নৃত্য, গান আর মেলা
পরস্পরকে ভালোবাসা
নয় তো অবহেলা।
ইতিহাস আর ঐতিহ্যে এই
বৈশাখ আছে জুড়ে
বৈশাখ এলেই কাছে আসে
যা ছিলো সব দূরে।
উঠবে জেগে ডিসি হিলটা
পড়বে হাজার চরণ
আসবে বৈশাখ নেচে গেয়ে
করবো বর্ষবরণ।

ichবাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এএ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
কলঙ্কিত আরেক অধ্যায় ২১ আগস্ট
১৮০০ স্প্লিন্টার আঘাত করলেও আ’লীগ ছাড়েননি মাহবুবা
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১১
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা