Alexa

সিংহ মামার বিয়ে | তুষার কুমার সাহা

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

বনের মাঝে বাঘকে নাকি
করবে সিংহ বিয়ে,
হরিণ মামা দেখতে যাবে
বাঘ কে সোনা দিয়ে।

গায়ে হলুদ সন্ধ্যা রাতে
আসবে শালিক টিয়ে,
শিয়াল মামা আসবে শুধু
হলুদ বাটি নিয়ে।

লতা-পাতায় তৈরি করছে
বাবুই পাখি জামা,
বিয়ের খবর বনের মাঝে
দিচ্ছে হাতি মামা।

খবর পেয়ে দোয়েল পাখি
আনছে বিয়ের বাদ্য,
এবার বলে পেটটা ভরে
খাবো বিয়ের খাদ্য!

ichবাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এএ

নেইমার আমাকে অপমান করেছিলো: থিয়াগো সিলভা
এটি একটি পার্ক!
ওভার ব্রিজ দিয়ে মিনিটে চলাচল করে সাড়ে ৫জন
হাঁটার আগে জেনে নিন
অমিত সাহ'র কুশ পুতুল দাহ করলো যুব কংগ্রেস