Alexa

ময়মনসিংহে পুলিশ কনস্টেবল ২ দিনের রিমান্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহে গ্রেফতার হওয়া আলামিন নামে এক পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ জুন) দুপুরে সদর আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (০৮ জুন) দিবাগত রাতে নগরীর পুলিশ লাইন্স উত্তরা বেড়িবাঁধ এলাকায় পুলিশের সোর্স মোতালেবের বাসায় অভিযান চালানো হয়। এ সময় পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে এর সঙ্গে সংশ্লিষ্ট থাকায় শনিবার সন্ধ্যায় পুলিশ কনস্টেবল আলামিনকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে ১ নম্বর সদর আদালতে হাজির করা হলে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলেও জানান এসএ নেওয়াজী।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এমএএএম/এএটি

প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ করবে বিএনপি
রাজশাহীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
১৫ আগস্টে সুনির্দিষ্ট কোন হুমকি নেই
আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৩১ আগস্ট
সড়ক দুর্ঘটনায় সকালেই ঝরে গেলো ৮ প্রাণ