Alexa

নতুন শাখায় জ্যোতি শাড়ি 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন শাখায় জ্যোতি শাড়ি

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি উদ্বোধন হল জ্যোতি শাড়ির নতুন শাখার। যমুনা ফিউচার পার্কের লেভেল ২, ব্লক সি এর দোকান নম্বর ১৬-১৭ তে জ্যোতির ১২তম শাখা।

এই অউটলেটটি কেক কেটে উদ্বোধন করেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

এসময় জ্যোতির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ  লোকমান হোসেন এবং ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মোহাম্মদ সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে র‍্যাম্প শোয়ের আয়োজন করা হয় যেখানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকার ২২তম স্থানে থাকা নিবিড় আদনান নাহিদ ও বাংলাদেশের টপ মডেলেরা জ্যোতি শাড়ি ও বাহারি ডিজাইনের পোশাক উপস্থাপন করেন। 

এ সম্পর্কে জ্যোতি শাড়ির ডিরেক্টর তালহা জুবায়ের লোকমান বলেন যমুনার এই আউটলেটটি প্রায় ৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে ব্যতিক্রম এবং অত্যন্ত সুন্দর ইন্টেরিয়র করা হয়েছে। শুধু শাড়ি বা সালোয়ার কামিজ নয়, এই শাখায় নতুন যুক্ত হয়েছে জুয়েলারি, ব্যাগ, ছেলেদের পাঞ্জাবি। 
 


 

সিসিক নির্বাচন: আনুষ্ঠানিক প্রচারণায় কামরান, নীরব আরিফ
সুধীন্দ্রনাথ দত্তের প্রয়াণ
পছন্দের পাত্রী পাবেন তুলা
পোল্যান্ড-কলম্বিয়া ম্যাচের একাদশ
রাখাইনে শান্তিরক্ষী পাঠানোর কথা ভাবছে না জাতিসংঘ