Alexa

অনলাইনে ক্যাটস আইয়ের ৬০% ছাড়!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনলাইনে ক্যাটস আই

দিনে দিনে বাড়ছে ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটার প্রবণতা। একারণেই ক্রেতা আগ্রহ বাড়াতে ক্যাটস আই তাদের অনলাইনে ভার্চুয়াল স্টোরে দিচ্ছে বিশেষ মূল্যছাড়। রোজার আগেই অনলাইনে ক্যাটস আইয়ের সব পণ্যে মিলবে ১০ থেকে ৬০ ভাগ ছাড়ের সুযোগ।

ছেলেদের শার্টে থাকছে ২০-৬০ ভাগ ছাড় তবে ৪০ ভাগ ছাড় মিলবে রাউন্ড নেক টি শার্ট এবং নির্দিষ্ট পাঞ্জাবিতে। মেয়েদের পোশাক এবং ছেলেদের পোলোতে মিলবে ছাড়।  

অনলাইন স্টোর বিষয়ে ক্যাটস আই এর পরিচালক রিয়াদ সিদ্দিকী জানান, প্রযুক্তির উৎকর্ষে গোটা বিশ্ব এখন স্মার্ট ফোনের পর্দায়। তাই পুরো লাইফস্টাইলের অনুসঙ্গ হিসেবে আমরাও ক্যাটস আইকে মুঠো বন্দী করতে চাই ক্রেতাদের মাঝে। তারুণ্যের মাঝে ই কমার্স ভিত্তিক যে কেনাকাটার প্রবণতা বাড়ছে তার অংশ হিসাবেই আমরা সচেষ্ট পণ্যের অনলাইন প্রচারণায়ও। 

এজন্য ক্যাটস আই অনলাইনে ৩০০০ টাকার অর্ডারে দিচ্ছে বিনামূল্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ সারপ্রাইজ উপহারও। বাড়তি ছাড় মিলবে সর্বোচ্চ ৬০ ভাগ পর্যন্ত। পাশাপাশি রবি টেলিকমের ধন্যবাদ গ্রাহকদের জন্যও থাকছে বাড়তি মূল্যছাড়।

শুধুমাত্র ভার্চুয়াল স্টোরে ক্যাটস আই এর মূল্যছাড় সুবিধা চালু থাকবে আগামী ৫ মে পর্যন্ত। 
 

তাই আপনার পছন্দের ক্যাটস আইয়ের পণ্য ঘরে বসে কিনতে লগইন করুন www.catseye.com.bd
 

ছাগলনাইয়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬
যশোরে ভিজিএফ’র চাল পাচার রুখে দিলো জনতা
ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিলেটের চামড়া ব্যবসায়ীরা!
কেরালার বন্যায় রেড অ্যালার্ট প্রত্যাহার, নিহত ২৪৫
পরোক্ষ ধূমপানে বাড়ে শিশুদের ফুসফুসজনিত রোগের ঝুঁকি