Alexa

ফ্যাশন আইকন দীপিকা-প্রিয়াংকা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়া

নিউ ইয়র্কে অনুষ্টিত মিটগালা অ্যাওয়ার্ডে ফ্যাশনের বিষয়টিও বেশ প্রাধান্য পেয়ে থাকে। আর আমাদের আগ্রহ বেশি থাকে বলিউডের সুন্দরীরা কীভাবে বিশ্ব-ফ্যাশনে নিজেদের তুলে ধরেন, তা দেখার।

এবারের “হেভেনলি বডিস:ফ্যাশন এন্ড দ্যা ক্যাথলিক ইমাজিনেশন” থিমে দেখা গেছে বলিউডের দুই স্বপ্নকন্যা দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়ার রূপের ঝিলিক। 

দীপিকা পাড়ুকোন দীপিকা পরেন সিঁদুর লাল সিল্কি গাউন, মেঝে ছোঁয়া গাউনের পায়ের দিকে একপাশ খোলা সঙ্গে লাল উঁচু জুতা। ফ্যাশন আইকন দীপিকা চুলগুলো আটকে দিয়েছেন পনিটেল করে তার কানের হীরের দুলটিও বেশ মানিয়ে গেছে। 

ঠোঁটের রক্তজবার লাল লিপিস্টিকে তাকে করে তুলেছে আরও মোহনীয়। 

প্রিয়াংকা চোপড়াআর মাদার মেরি লুকে প্রিয়াংকার মখমলের লম্বা গাউনে তাকে বিশ্বসুন্দরী নয়, লাগছিল কোনো এক অপ্সরীর মতো। মেরুন রঙা ভেলভেটের মসৃন পোশাকের ওপরে মাথা ঢাকা স্প্রিং আর মূল্যবান পাথরের কাজে পোশাকটি হয়ে উঠেছে অনন্য। প্রিয়াংকার চুল, ঠোঁট, চোখের সাজ সবই‌ ছিল আলাদা। এরূপে এই সুন্দরীকে নতুন করে অাবিষ্কার করেছে  ফ্যাশন বিশ্ব।  

সড়কপথে চালান পাঠিয়ে ব্যবসায়ীরা আসেন আকাশপথে
বকেয়া বেতনের দাবিতে জামালপুরে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ
রণবীর-দীপিকার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!
সাংবাদিক গোলাম সারওয়ারকে স্পিকারের শেষ শ্রদ্ধা 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট